আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া, 1 October 2022, 18065 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সহযোগিতায় ও জেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিটন সরকার।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান,সধারণ সম্পাদক রাজনৈতিক ও সমাজকর্মী কমরেড মো. নজরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন ভূঁইয়া,সরকারি শিশু পরিবার বালিকার তত্ত¡াবধায়ক রওশন আরা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বয়সের ভারে একদিন আমাদের সবাইকে প্রবীণ হতে হবে। তাই প্রবীণ মানুষদের শ্রদ্ধা সম্মান ও মূল্যায়ন করতে হবে। বক্তারা প্রতিবছর মর্যাদার সাথে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করার আহ্বান জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com