কভার্ড ভ্যানের ধাক্কায়  নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 30 September 2022, 18141 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক অটোযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হারুনুর রশীদ।

৬০ বছর বয়সী হারুন জেলা শহরের কাজীপাড়া এলাকার আব্দুর হাসিমের ছেলে।

নিহতের ছোট ভাই নূরে-আলম সিদ্দিক জানান, শহরের কাউতলী থেকে অটোরিকশায় করে সদর উপজেলার রামরাইল এলাকায় যাচ্ছিলেন তার ভাই হারুন। রামরাইল সেতু এলাকায় পৌঁছালে দ্রæতগতির একটি কভার্ড ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় হারুন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযোগ স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com