দূর্গাপূজা উপলক্ষে ভারতে গেল আড়াই টন কেজি ইলিশ মাছ

অর্থনীতি, আখাউড়া, আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া, 20 September 2022, 19380 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২টি ট্রাকে করে আড়াই টন (২ হাজার ৮’শ কেজি) ইলিশ মাছ রপ্তানি হয়।

ঢাকার কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার মাছ গুলো স্থানীয় সি এন্ড এফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজ এর মাধ্যমে ইলিশ মাছ গুলো রপ্তানি করছে।

জানা যায়, দূর্গা পূজা উপলক্ষে সারা বাংলাদেশে ৫৯টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৫০টন করে ইলিশ মাছ রপ্তানি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে। এর-ই অংশ হিসেবে ফিশ বাজারের তত্বাবধানে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ মাছ ভারতের আগরতলায় যাবে। ভারতের কৃষ্ণপদরায় প্রতিষ্ঠান এই মাছ গুলো গ্রহন করবেন। ভারতের বাজারে প্রতি কেজি ইলিশের মূল্য ১০ ডালার করে ধরা হয়েছে।

রপ্তানিকরাক প্রতিষ্ঠানের সি এন্ড এফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ মিয়া শানু বলেন, দূর্গাপূজা উপলক্ষে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়েছে। আজ আমরা ৫০ টন চালানের মধ্যে আড়াই টন ইলিশ ভারতের আগরতলায় পাঠানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেক বছর পূজা উপলক্ষে ভারতে ইলশ মাছ রপ্তানি করা হয়। এ বছরেও এ স্থল বন্দর দিয়ে ৫০টন ইলিশ রপ্তানি করা হবে। এ ইলিশ রপ্তানির মধ্যে দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com