স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বছর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২৩৩ জন। এরমধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৭৮৬ জন ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৪৪৭ জন। পরীক্ষা শেষ হবে আগামী অক্টোবর মাসের ১ তারিখ।
এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন।
এ সময় তারা শহরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, গভঃ মডেল গার্লস হাই স্কুল, সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা পরীক্ষার সার্বিক সপরিস্থিত নিয়ে সন্তোষ প্রকাশ করেন।