৫ দফা দাবি আদায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 12 September 2022, 19830 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালিত হচ্ছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। সকাল ৮টা থেকে শুরু এ কর্মবিরতি চলবে দুপুর ১২টা পর্যন্ত। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একই সময়ে তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

তিনি আরও জানান, ১৫ই সেপ্টেম্বর দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হবে।

এসময় আরো উপাস্থিত ছিলেন জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, নাসিরনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ছাড়াও ত্রাণ ও পূনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com