ইঞ্জিন সংকটের কারনে জালালাবাদ ট্রেন…
13 February 2022,
93376 বার পড়া হয়েছে,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও লড়ির সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি বাসস্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ বসু জানান, রয়েল সুপার পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার পথে সামনের দিকে একটি লড়িকে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ৮ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি যানবাহনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।