৩০টি ধানের সাইলো নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে সরকার,খাদ্য সচিব

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, 31 July 2022, 23283 বার পড়া হয়েছে,

আশুগঞ্জ প্রতিনিধি:

খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আরও ৩০টি ধানের সাইলো নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। যাতে করে যেন আরও ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণ করা যায়। আধুনিক সাইলোগুলোতে খাদ্যের গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করা যায়।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক খাদ্য সংরক্ষণাগার ও পুরাতন সাইলো পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ৫৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সাইলোটিকে আধুনিক খাদ্যশস্য সংরক্ষণাগার বলছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য সচিব আরো বলেন, আশুগঞ্জসহ সারাদেশে আরও ৮টি সাইলো হচ্ছে। করোনা অতিমারীর কারণে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা যায়নি। এর ফলে সাইলোর নির্মাণ কাজে বিলম্ব হয়েছে। তবে আশা করছি বর্ধিত মেয়াদে আগামী বছরের মে মাসের মধ্যেই সাইলোর নির্মাণ কাজ শেষ হবে।

এ সময় সচিবের সঙ্গে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খুরশিদ ইকবাল রিজভী, আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর প্রকল্প পরিচালক রেজাউল শেখ ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com