ইঞ্জিন সংকটের কারনে জালালাবাদ ট্রেন…
13 February 2022,
102886 বার পড়া হয়েছে,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ কেজি গাঁজা ও পিকআপভ্যানসহ রনি মিয়া খন্দকার (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা খেয়া বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই ইউনিয়নের মৃত আলম খন্দকারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শ ইব্রাহিম আকন্দের নেতৃত্বে একটি আভিযানিক দল ঘাটুরা খেয়া বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে পিকআপভ্যান ও ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক কিক্রেতাকে আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।