স্টাফ রিপোর্টার:
বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারাভিযান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে এই জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এবং বি.এইচ.এস বিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার।
এতে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। স্বাগত বক্তব্য রাখেন এআরডি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ সিদ্দকুর রহমান রেজভী।
সভায় বক্তারা, সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সাঁতার শেখা। বিশেষ এই কৌশলের মাধ্যমে মানুষ পানির সাথে লড়াই করে টিকে থাকতে চেষ্টা করে। শিশু-কিশোরদের সাঁতারু করে গড়ে তুলতে প্রত্যেক অভিভাবককে আরো বেশী সচেতন হতে হবে।