নদীতে গোসল করতে নেমে  শ্রমিক নিখোঁজ।

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, 24 July 2022, 23720 বার পড়া হয়েছে,

আশুগঞ্জ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে আরিয়ান (১৯) নামে এক বেকারী শ্রমিক নিখোঁজ। শনিবার দুপুরে আশুগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘনাটি ঘটে। সে ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা। সে আশুগঞ্জের স্থানীয় আনন্দ বেকারীতে কর্মচারী ছিলেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, দুপুরে সহকর্মীদের সাথে মেঘনা নদীর ঘাটে গোসল করতে নামে আরিয়ান। মুহুর্তের মধ্যে নদীর স্রোতে তলিয়ে যায় সে। পরে সহকর্মীরা অনেক খোজাঁখোজি করেও তার কোন সন্ধ্যান পান নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com