প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ৮৩৪ ভূমি ও গৃহহীন পরিবার

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া, 20 July 2022, 24011 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে। তৃতীয় পর্যায়ের ২য় ধাপে জেলার ৯টি উপজেলার মধ্যে ৭ উপজেলায় এসব ঘর দেয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

এ সময় তিনি আরো জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও গাফিলতির অভিযোগে সাবেক ইউএনও রুমানা আক্তারসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য দু’জন হলেন, সাবেক সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী।

তবে প্রকৌশলীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে ইউএনও রুমানা আক্তার ও সহকারি কমিশনার সাইফুল ইসলাম রাঙামাটি জেলায় কর্মরত আছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর তাদেরকে বদলি করা হয়।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কীতিমান চাকমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২য় ধাপে জেলার সদর উপজেলায় ৪৪ টি, বিজয়নগরে ১৫৮টি, বাঞ্ছারামপুরে ২৫৮টি, নবীনগরে ৫৫টি, সরাইলে ১৭১টি, আশুগঞ্জে ২৩টি ও নাসিরনগরে ১২৫টি ঘরের উদ্বোধন করা হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com