সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে কর্মশালার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2022, 24139 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

অনুষ্ঠানে পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পিআইবির প্ল্যানিং অফিসার জুলফিকার আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষনের নানা গুরুত্ব তুলে ধরা হয়।

ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সহযোগিতায় পিআইবি আয়োজিত কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন। মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ তিনব্যাপী এই কর্মশালার সমাপনী ঘটবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com