ঈদের ছুটি শেষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

অর্থনীতি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, 16 July 2022, 24206 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

এতে কর্মমূখর হয় উঠেছে পুরো বন্দর এলাকা। কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে শ্রমিকদের মাঝে।

তবে ঈদের ছুটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছিল।

তবে ১৫ জুলাই শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। ছুটির সময় আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক ছিল।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com