ব্রাহ্মণবাড়িয়া প্রধান ঈদের জামায়াত সকাল ৮টায়

ধর্ম, ব্রাহ্মণবাড়িয়া, 8 July 2022, 24475 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-উল-আযাহা প্রধান জামায়াত জেলা শহরের কাজীপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রবিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া হলে জেলা শহরের মসজিদ রোডে কেন্দ্রীয় জেলা মসজিদে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৮নং কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর মো. শাহিন শুক্রবার রাতে তথ্যটি নিশ্চিত করেন।

এদিকে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা জুড়ে ৮৪৬টি ঈদগাহ রয়েছে। তার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ৮৪৯টি। আর জেলার ৯টি উপজেলায় ৪৮৯৯টি। তার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ৫৩৫টি। সব মিলিয়ে জেলা জুড়ে ঈদের জামায়াত হবে ১৩৮৪টি।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, জেলার ৯টি থানায় ঈদে জামায়াত যাতে সঠিক সময়ে অনুষ্ঠিত হয় তার জন্য সংশ্লিষ্ঠ ঈদগাহ ও মসজিদ কমিটিকে বলা হয়েছে। মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় সংশ্লিষ্ঠ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com