কাজীপাড়ার জনপ্রিয় কাউন্সিলর সাংবাদিক মীর মো. শাহীনের ৪২ তম জন্মদিন পালিত

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া-সদর, 6 July 2022, 24691 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়া ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-৩ সমাজ সেবক সাংবাদিক মীর মো. শাহীনের ৪২ তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার রাতে কাজীপাড়া মাহমুদ শাহ মাজার প্রাঙ্গণে অল টাইম মাস্তি ক্লাবের উদ্যোগে এই জন্মদিন পালন করা হয়।

এই সময় জেলা ছাত্রলীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রনি,খাদেম ফারুক শাহ, বিদ্যুৎ,নিরব, সজিব সহ ক্লাবে সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সবাই কে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর মীর মো.শাহিন বলেন, আমার জন্মদিনে যে ভালোবাসা দেখিয়েছে আমি তাতে আপ্লুত, তাদের এই ভালোবাসা আমাকে আরো ভালো কাজে অনুপ্রাণিত করবে, তাদের ভালোবাসা প্রতিদান হিসেবে তাদের সকল সামাজিক কর্মকান্ডে তাদের পাশে থেকে সুন্দর সমাজ গঠনে একসাথে কাজ করে যাব।

এছাড়াও তিনি এ সময় যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন এবং মাদকের ছোবল থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখতে আহ্বান জানান। পরে সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com