প্রতিপক্ষের হামলা শিকার সিএনজি অটোরিক্সা সমিতির সভাপতি রাকিব

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 27 June 2022, 24942 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন সিএনজি অটোরিক্সা সমিতির সভাপতি রাকিব খন্দাকারকে প্রতিপক্ষের লোকজন কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে শহেরর বণিক এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সে বণিকপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহত রাকিব জানান, অন্তর নামের এক সিএনজি চালকের পুলিশ ডিউটি নিয়ে রেলস্টেশন সিএনজি অটোরিক্সা সমিতির সাধারণ সম্পাদক উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা আজগরের সাথে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পুলিশ রাকিবের সিএনজি গাড়িটি আটক করে নেয়।

এ নিয়ে রাকিব খন্দাকার আজগরকে লাঠি দিয়ে আঘাত করে। তারই জের ধরে আজগর তার ছেলে নিখিল, রবিন, সাজ্জাদসহ ১৫/২০ জন তাকে বণিক পাড়া এলাকায় ঘর থেকে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে where to get methenolone enanthate কুপাতে উত্তর মৌড়াইল এলাকায় নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এসে চিকিৎসার ব্যবস্থা করে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, তাদের দুজনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটির তদন্ত চলছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com