ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 24 June 2022, 25092 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা,সাংস্কৃতিক অনষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,সিনিয়র সহ সভাপতি মো:হেলাল উদ্দিন ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com