প্রধানমন্ত্রীকে হুমকীর প্রতিবাদে  যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাসিরনগর, রাজনীতি, 4 June 2022, 25837 বার পড়া হয়েছে,

নাসিরনগর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত‍্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়ার নেতৃত্বে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইঁয়ার সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক ভানু চন্দ্র দেবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক দানা,ভলাকুট ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সদস্য রুবেল মিয়া,সদস‍্য আল কাউসার, আলম সায়েম ভূইঁয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। ঠিক সে সময় বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।

এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com