স্বর্ণালংকার চুরির করা সময় তিন নারী আটক,ভ্রাম্যমান আদালতে কারাদন্ড।

আইন-আদালত, আশুগঞ্জ, 2 June 2022, 25823 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারীদের কাছ থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে তিন নারীর প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরবিন্দ বিশ^াস তাদেরকে এই দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলঅকার শিফা বেগম-(৩৫), একই এলাকার জাহেদা বেগম (৫০) ও ফাতেমা বেগম-(২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা নারীদের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছিল একটি চক্র।

ওই চক্রের সদস্যরা রোগী সেজে হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে দাড়ায়। পরে কৌশলে লাইরে দাঁড়ানো অন্য নারী রোগীদের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে দন্ড পাওয়া তিন নারীসহ এই চক্রের আরো কয়েকজন সদস্য টিকেট কাউন্টারের সামনে দাঁড়ায়। পরে তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন কাটার পর চেইনটি মাটিতে পড়ে গেলে মহিলাদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে সিসি ক্যামেরায় যাচাই করে ওই তিন নারীকে আটক করে পুলিশ।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌছে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদÐাদেশ প্রদান করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরবিন্দ বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com