ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার বেলা পৌনে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অনুপ কুমার মোহন্ত-(২৬), একই এলাকার মোঃ জুয়েল দেওয়ান-(৩৭) ও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোঃ হৃদয়-(২৮)।
এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সন্ধ্যায় র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।